স্টাফ রিপোর্টার // পটুয়াখালী জেলার দশমিনা থানাধীন উ: গুলি আউলিয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১০ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। বুধবার (১৫ জানুয়ারি) সকাল ৭ টায় রাধাগোবিন্দ মন্দিরের পাশে এ হামলার ঘটনা ঘটে। আহত মিন্টু হাওলাদার সন্তোষ, দিবাংশ, সুধাংশ, স্বপন ও মহিলা সহ আরো পাঁচজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে তারা উভয়েই গুলি-আউলিয়া গ্রামের বাসিন্দা।বর্তমানে তারা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তাদের ভিতর মিন্টু হাওলাদার সন্তোষ ও দিবাংশকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে। আহত স্বপন জানান বেশ কিছুদিন যাবত ভাস্করের ইন্দ্রনে রাধা গোবিন্দ মন্দিরের পাশে তারা নতুন করে হরি মন্দির করার পরিকল্পনা করে আসছিল। ঘটনার দিন তারা হরি মন্দিরের কাজ শুরু করলে এতে বাধা প্রদান করিলে অমল শিকারি, মিঠুন শিকারি, সুমান্ত শিকারি, সুশীল শিকারি, বাবুল হাওলাদার, বিপ্লব হাওলাদার, উত্তম, গৌতম, শৈলেন কবিরাজ, সঞ্জয় বালা, সঞ্জয় হাওলাদার, পলাশ, পরেশ, নরেশ, দিবাষিস, নিহার, বকুল, অনুকূল, পরিতোষ, কালাচাঁদ সহ ৫/৬ জন মিলে হত্যার উদ্দেশ্যে রান্ধা,বগিদা, রড ও জিয়াই পাইপ দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। তাদের ডাক চিৎকার শুনে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।