1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
দেড় মাসের ‘প্রেমের’ সম্পর্ক, ২১ ভরি স্বর্ণালংকার খুইয়েছেন তরুণী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :

দেড় মাসের ‘প্রেমের’ সম্পর্ক, ২১ ভরি স্বর্ণালংকার খুইয়েছেন তরুণী

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ২১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: প্রেমের সম্পর্কে জড়িয়ে মাত্র দেড় মাসে ২১ ভরি স্বর্ণালংকার এবং ৫৫ হাজার টাকা খুইয়েছেন ঢাকার তরুণী শ্রুতি রাণী পাল (১৭)। বৃহস্পতিবার রাতে বরিশালের রহমতপুর এলাকা থেকে প্রতারক প্রেমিক নাফিজুর রহমানসহ (২২) দুজনকে গ্রেফতার করেছে বিএমপির এয়ারপোর্ট থানা পুলিশ।

 

মোবাইলে অনলাইন গেম ফ্রি ফায়ার খেলার মাধ্যমে এদের সঙ্গে তরুণীর পরিচয় হয়েছিল। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উপ-পুলিশ কমিশনার রুনা লায়লা।

 

গ্রেফতাররা হলো- নাফিজুর রহমান (২২) ও শফিউল আলম প্রিন্স (২৩)। নাফিজুর বিএমপির এয়ারপোর্ট থানা এলাকার বাবুগঞ্জের পশ্চিম পাংশা এলাকার মিজানুর রহমানের ছেলে।

 

তার সহযোগী শফিউল গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ এলাকার শামিউল আলমের ছেলে। তাদের কাছ থেকে ১১ ভরির বেশি স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারসহ প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল জব্দ করা হয়েছে।

 

উপ-পুলিশ কমিশনার রুনা লায়লা জানান, ভুক্তভোগী তরুণী ঢাকার লালবাগ এলাকার বাসিন্দা। মঙ্গলবার তার কাছ থেকে ২১ ভরি ২ আনা স্বর্ণালংকার এবং নগদ ৫৫ হাজার টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায় নাফিজুর।

 

এ ছাড়া বিভিন্ন সময়ে নগদ ও বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে শ্রুতির কাছ থেকে আরও ৩৬ হাজার টাকা হাতিয়ে নিয়েছে সে ও তার সহযোগীরা। এ বিষয়ে শ্রুতি রানী বৃহস্পতিবার বিষয়টি ঢাকার লালবাগ থানায় অভিযোগ দেন। এরপরই বরিশাল থেকে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ