মো: রাশেদ খান ভোলা // ভোলা দৌলতখান আবু তাহের (৫৪) নামে এক দিনমজুরের বসতঘরে তালা দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে গনি ম্যানেজার বাড়ির পাশে এ ঘটনা ঘটে। ওই দিনমজুর পরিবার নিয়ে ভোগান্তিতে পড়েছেন। ভুক্তভোগী আবু তাহের জানান, তার ছেলের সাথে একই বাড়ির ফরিদা বেগমের মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তার ছেলে নবম শ্রেণিতে ও পাশের ঘরের মেয়ে দশম শ্রেণিতে পড়ে। এই অপ্রাপ্ত ছেলে-মেয়ের বিয়ের দাবিতে তারা গতকাল বুধবার ঘরে তালা ঝুলিয়ে দিয়েছে। এ ঘটনায় আদালতে একটি মামলা চলমান। হঠাৎ করে ফরিদা বেগম তার বসতঘরে তালা ঝুলিয়ে দেয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ওই দিনমজুর। এ ব্যাপারে অভিযুক্ত ফরিদা বেগম বলেন, সে তার ছেলের ঝামেলা সমাধান না করে ঘরের আসবাবপত্র সরিয়ে নিতে চেয়েছেন। তাই ঐ ঘরে তালা ঝুলানো হয়েছে। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।