1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবিতে মিহারহাটে বিক্ষোভ মিছিল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ন

ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবিতে মিহারহাটে বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত :প্রকাশিত : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১৬ 0 বার সংবাদি দেখেছে

মো.রাশেদ খান ভোলা // মিহারহাট, ১৪ মার্চ ২০২৫ শুক্রবার জুম্মার নামাজের পর মিহারহাট সচেতন ছাত্র সমাজের ব্যানারে জে-তাজ সুপার মার্কেট থেকে শুরু হওয়া একটি বিক্ষোভ মিছিল মিহারহাট বাজারের ভিতরে কয়েকটি চক্কর দিয়ে ফিরে আসেন এবং পরবর্তীতে পূর্বের স্থানে এসে সমাবেশে রূপ নেয়। এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস দৌলতখান থানার সভাপতি জুবাইরুল হক, জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা রফিকুল ইসলাম, মিহারহাট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি নোমান হোসেন কাসেমী এবং অন্যান্য বিভিন্ন সংগঠনের ছাত্র প্রতিনিধিরা। প্রধান প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন জুবাইরুল হক, তিনি বলেন,ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। অন্যথা, মিহারহাট সচেতন ছাত্র সমাজ আগামী ৭২ ঘণ্টার মধ্যে অবস্থান কর্মসূচি দিতে বাধ্য হবে এবং সর্বস্তরের ছাত্র জনতাকে নিয়ে আন্দোলন চালিয়ে যাবে। তিনি আরও বলেন,আমরা দৃঢ় প্রতিজ্ঞ, যতদিন না ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর হয়, আমরা ঘরে ফিরে যাব না। এছাড়াও, বক্তব্য দেন জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা রফিকুল ইসলাম। তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই মানবিক আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা ধর্ষণকারীদের বিরুদ্ধে তাদের ক্ষোভ ও ন্যায্য দাবী তুলে ধরেন এবং সমাবেশ শেষে মুনাজাত প্রদান করেন। এ বিষয়ে আরও জানানো হয় মিহারহাট সচেতন ছাত্র সমাজ কর্তৃক সংগঠিত এই আন্দোলন একটি বৃহৎ আঞ্চলিক আন্দোলনে পরিণত হতে পারে, যেখানে বিভিন্ন উপজেলা ও স্থানীয় ছাত্র সমাজ অংশগ্রহণ করবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ