
মোঃ রোকনুজ্জামান নীলফামারী জেলা প্রতিনিধি // নীলফামারী জলঢাকা উপজেলা ১ নং গোলমুন্ডা ইউনিয়নের বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে ধর্ষণ, চাঁদাবাজী, টেন্ডারবাজি, লুটতরাজ, চুরি, ছিনতাই, এবং সকল ধরনের চাঁদাবাজদের গ্রেফতারের ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন ছাত্র, যুব,ও গনঅধিকার পরিষদের গোলমুন্ডা শাখার নেতৃবৃন্দরা। এ সময় উপস্থিত ছিলেন মিক্স মারুফ সভাপতি ছাত্র অধিকার পরিষদ গোলমুন্ডা শাখা, এস এম আল মামুন সাধারণ সম্পাদক ছাত্র অধিকার পরিষদ গোলমুন্ডা শাখা, আনিসুর রহমান সভাপতি গণঅধিকার পরিষদ গোল মুন্ডা শাখা,ও উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদের সভাপতি মোস্তাফিজুর রহমান। বক্তারা প্রশাসনদের উদ্দেশ্য করে বলেন আমাদের গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে শুরু হয়ে গেছে বিভিন্ন চাঁদাবাজি, টেন্ডারবাজি ধর্ষণ, এগুলো যদি কঠিন হাতে হস্তক্ষেপ এবং চাঁদাবাজদের গ্রেপ্তার করা না হয়, ধর্ষকের বিচার করা না হয়। সাধারণ মানুষরা কোথায় গিয়ে দাঁড়াবে। এবং যে দেশে ধর্ষণ হয় এবং ধর্ষণের পিছে সামান্য উপটকনের জন্য হাজার, হাজার মানুষ সাপোর্ট করে ধর্ষকদের জন্য সে দেশে আর শান্তি আসতে পারে না। শুধু কি তাই বিভিন্ন অনিয়মের মধ্যে দিন কাটাচ্ছে এক নং গোলমুন্ডা ইউনিয়ন পরিষদের সাধারণ জনগণ। তাই এবার সকলের প্রতি আহ্বান জানান গন অধিকার পরিষদের এসব নেতারা শান্তি-শৃঙ্খলা ভাবে আমাদের ইউনিয়ন মানুষ যেন বসবাস করতে পারে। আর কোন নিরীহ মানুষকে যেন ধরে নিয়ে না যায়, প্রশাসন সেদিকে নজর রাখতে হবে প্রশাসনদের। এই বলে বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়েই শেষ করে মানববন্ধন বিক্ষোভসভাটি, গোলমুন্ডা, জলঢাকা নীলফামার।