1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ধানমন্ডিতে ‘জুলাই যোদ্ধাদের’ সড়ক অবরোধ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৮:২০ অপরাহ্ন
সংবাদ শিরনাম :

ধানমন্ডিতে ‘জুলাই যোদ্ধাদের’ সড়ক অবরোধ

  • প্রকাশিত :প্রকাশিত : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৪৩ 0 বার সংবাদি দেখেছে

‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে একদল বিক্ষোভকারী ধানমন্ডি এলাকার মিরপুর সড়ক অবরোধ করেছেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর সোয়া ২টার পর তারা ধানমন্ডি-২৭-এর রাপা প্লাজার সামনে জড়ো হন। এর আগে তাদের জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ থেকে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাঠি হাতে বিক্ষোভকারীরা কেবল অ্যাম্বুলেন্সকে যেতে দিচ্ছে এবং অন্যান্য যানবাহন থামিয়ে দিচ্ছে। রাপা প্লাজার কাছে তাদের ভিডিও ধারণ করছিলেন এক পথচারী। তার ফোন কেড়ে নিয়ে ফুটেজ মুছে দেন তারা। দুপুর আড়াইটার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য টিয়ারশেল ছোড়ে। এরপর পুলিশ শুক্রাবাদ মোড়ে অবস্থান নেয়। বিক্ষোভকারীরা আশপাশের গলিতে অবস্থান নেন।

নাম প্রকাশ না করার শর্তে এক বিক্ষোভকারী দাবি করেন, তারা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলেন, কিন্তু পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ