স্টাফ রিপোর্টার // ঝালকাঠি জেলার নলসিটি থানাধীন ২ নং দবদবিয়া ৯ নং ইউনিয়নে অপহরণের পর মারধর করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার (১ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১২ টার সময় সোনারগাঁও টেক্সটাইলের সামনে মীরার বাড়ির ভিতরে এ হামলার ঘটনা ঘটে। আহত বিশ্বজিৎ কর্মকার (৩৫) হলেন দবদবিয়া ২ নং ওয়ার্ডের নগেন কর্মকারের ছেলে। আহত বিশ্বজিৎ কর্মকার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত বিশ্বজিৎ জানান গত মাসে জিরো পয়েন্ট বেইলী পেট্রোল পাম্পের সামনে সোহেল খন্নার তার নিজ জমিতে বাড়ি নির্মাণ করতে গেলে রাজীব শিকদার জোরপূর্বক বাধা প্রদান করে এ নিয়ে উভয়ের ভিতরে বাকবিতন্ডা হয় এ সময় বিশ্বজিৎ কর্মকার সোহেল খন্নার এর সাথে থাকার কারণে ঘটনার দিন বিশ্বজিৎ তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় ফেরার পথে ডেইলি পেট্রোল পাম্প এর সামনে থেকে রাজিব সিকদার, রাকিব সিকদার ও মীরা সহ ৪/৫ জন মিলে অপহরণ করে জোরপূর্বক সি এন জিতে উঠিয়ে মীরার বাড়িতে নিয়ে হত্যার উদ্দেশ্যে রড ও জি আই পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে ও ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশ এনে তাকে মাদক ব্যবসায়ী রাজিব মাদক দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে, পুলিশ বিশ্বজিৎকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে । এ সময় তার সাথে থাকা নগদ ক্যাশ ৫০০০০ টাকা ও একটি স্মার্ট ফোন দুরবৃত্তরা ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। আরো জানা যায় রাজিবদের এই ব্যাপারে অর্থ প্রধান করে সহযোগিতা করছে পবিত্র দাস বলেও অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহত সূত্রে জানাজায়।