1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নগরীতে চাঁদা না দেয়ায় যুবককে কুপিয়ে জখমের অভিযোগ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরনাম :

নগরীতে চাঁদা না দেয়ায় যুবককে কুপিয়ে জখমের অভিযোগ

  • প্রকাশিত :প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৫৩ 0 বার সংবাদি দেখেছে

স্টাফ রিপোর্টার // বরিশাল নগরীর ২৩ নং ওয়ার্ড সরদারপাড়া ব্রাঞ্চ রোড এলাকায় চাঁদা না দেয়ায় আলামিন মোল্লা (৩৩) নামে এক যুবককে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে ছাত্রলীগ নেতা নাঈম ও তার সহযোগীরা। এ সময় নগদ ২৩ হাজার টাকা, স্বর্ণের আংটি ও দুটি উন্নত মানের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৬ মার্চ) দুপুর সাড়ে ১২ টায় ওই এলাকার মজিদ হাওলাদের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহত আলামিন মোল্লাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত আলামিন মোল্লা জানান,কয়েকদিন পূর্বে পার্শ্ববর্তী মজিদ হাওলাদারের ছেলে আনিসের কাছ থেকে ১৩.৬৯ শতাংশ জমি ক্রয় করেন তার বোন মাহমুদা বেগম। তারই সূত্র ধরে ঘটনার দিন বুধবার দুপুরে সরকারি আমিন দিয়ে জমির পরিমাণ ও সীমানা নির্ধারণ করার চেষ্টা করে। এ সময় আনিসের ভাগ্নে সরকারি হাতেম আলী কলেজের ছাত্রলীগের সহ-সভাপতি নাইম ও তার বাবা আতাউর রহমান সহ অজ্ঞাত আরো কয়েকজন মাহমুদার কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে। আমি বাধা প্রদান করায় ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে নাঈম সহ অন্যান্যরা ধারালো অস্ত্র দিয়ে আমাকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকারে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিকভাবে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ নিয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ