স্টাফ রিপোর্টার // বরিশাল জেলার সদর থানাধীন ২২ নং ওয়ার্ডে পারিবারিক কোলাহলের জের ধরে যুবতীকে পিটিয়ে যখম করেছে প্রতিপক্ষরা। শনিবার (৫ এপ্রিল) দুপুর আনুমানিক ১২ টায় বাইতুল দিদার জামে মসজিদের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত মিম আক্তার (১৪) হলেন ওই ওয়ার্ডের বাসিন্দা মোঃ জাহাঙ্গীর হোসেন রিপনের মেয়ে।আহত মিম আক্তার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত মিম জানান বহুদিন যাবত তার বাবার সাথে ফুফা কামাল উদ্দিন মানিক এর সাথে জমি জমা ও দলীয় বিরোধিতা চলে আসছে। তারই সূত্র ধরে ঘটনার দিন তার বাবা-মা বাসায় না থাকায় তার ফুপাত বোন মনিরা তাকে ফোন দিয়ে ঘর থেকে রাস্তায় ডেকে এনে কামাল উদ্দিন মানিক (সাবেক ২২ নং ওয়ার্ড জামাত ইসলামের সভাপতি), ছেলে আল-আমিন, মেয়ে মনিরা, স্ত্রী রাশিদা হত্যার উদ্দেশ্য রড,ইট ও লাঠি সোটা দিয়ে পিটিয়ে গুরুতর যখম করে। তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহত সূত্রে জানাজায়।