স্টাফ রিপোর্টার // বরিশালের জেলার কাউনিয়া থানাধীন বেলতলায় যৌতুক না দেয়ায় হাফিজা বেগম (২৩)কে এলোপাথাড়ি পিটিয়ে জখম করেছে পাষণ্ড স্বামী, শাশুড়ি ও ননদরা। বুধবার ( ০৪ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৫ টায় নগরীর বেলতলা বালুর মাঠের পিছনে ভাড়াটে বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহত হাফিজা বেগম মোঃ কাওসার শরিফের স্ত্রী। আহত হাফিজা বেগমকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত হাফিজা বেগম জানান ২০১৮ সালে প্রেমের সম্পর্কে কাওসার শরিফের সাথে বিয়ে হন। তাদের বিয়েতে কারো কোন চাওয়া পাওয়া না থাকার পরেও হাফিজার বাবা পায়ের রিক্সা চালক তার সাধ্য মতন কাওসার শরিফকে একটি স্বর্ণের আংটি ও মেয়ে হাফিজাকে একজোড়া কানের দুল উপহার দেন। এরপর থেকেই বিভিন্ন সময় ঘরের আসবাবপত্র যৌতুকের দাবিতে কাওসার হাফিজাকে মারধর করতেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিয়ের আগে হাফিজা জানতেন না যে তার স্বামী কাওসার ও তার পরিবারের সবাই মাদকাসক্ত ছিলেন। ঘটনার দিন হাফিজা তার শাশুড়ি রিনা বেগমকে মাদক সেবনে বাধা দিলে উভয়ের ভিতর বাক বিতান্ডা হলে ক্ষিপ্ত হয়ে মোঃ কাউসার শরীফ, বড় ননদ শিমু বেগম, ছোট ননদ সোনিয়া আক্তার, ও শাশুড়ি রিনা বেগম মিলে হত্যার উদ্দেশ্যে রড লাঠিসোটা ও দেশি অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে ঘরের মধ্যে আটকে রাখে। পরে পরিবারের লোকজন এই ঘটনা জানতে পেরে তাকে গুরুত্বর অবস্থা উদ্ধার করে ৭ই ডিসেম্বর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাফিজাকে তার স্বামী মুঠোফোনে হুমকি দিয়ে বলেন এই ঘটনা নিয়ে বাড়াবাড়ি করলে বা আইনের সহযোগিতা নিলে তাকে ও তার বাবাকে প্রাণে মেরে ফেলবেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের সজনরা জানান।