স্টাফ রিপোর্টার।। বরিশাল জেলার কাউনিয়া থানাধীন ৮ নং ওয়ার্ডে চারবাড়িয়া ইউনিয়নে জমিজমা বিরোধের জের ধরে একই পরিবারের ৭ জনকে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত যখম করেছে প্রতিপক্ষরা। বুধবার (১৩ নভেম্বর) সকাল ১০ টায় ও বেলা ১২ টায় নিজ বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।আহতদের নাম নুপুর বেগম (৩০), নাঈম (১৬), আকলিমা বেগম (৪২), মাহফুজা আক্তার (২৫), মিনারা বেগম(৫০), নাসিমা বেগম(৪৫) ও স
সাইজদ্দিন হাওলাদার (৮৫), তারা উভয়ই হলেন ৮ নং ওয়ার্ডের বাসিন্দা।আহত নুপুর বেগম, আকলিমা বেগম, মাহফুজা আক্তার ও নাঈমকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত নাঈম জানান প্রায় ১ বছর যাবত রিয়াজ খান গং দের সাথে প্রায় 2 শত একর জমি জোরপূর্বক দখলের পায়তারা চালিয়ে আসছিল এ নিয়ে কোটে দুটি মামলা হয় দুটি মামলার রায় নাঈমদের পক্ষে পান। এ নিয়ে ওই এলাকার মান্যগণ্য ব্যক্তি ও কোর্টের এডভোকেট সহ সালিশ বৈঠক করে নাঈমদের জমি বুঝিয়ে দেন। কিন্তু সেই রায় রিয়াজ খান গংরা অমান্য করে ঘটনার দিন নাঈমদের পুরুষ লোকজন বাড়িতে না থাকায় হাকিম আলীর ইন্দ্রনে জোরজবস্তি জমি দখলের চেষ্টা করে এতে বাড়ির মহিলারা বাধা প্রদান করিলে পূর্বপরিকল্পিতভাবে রিয়াজ খান, সজিব খান, পলাশ খান, রফিক খান, মিজান খান, শহিদ খান, হাসান হাওলাদার, ইউসুফ খান ও কালু খান সহ ৫/৬ জন মিলে হত্যার উদ্দেশ্যে দা, বটি, শাবল ও লাঠি সেটা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত যখম করে।তাদের ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ সময় নুপুরে গলায় থাকা একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায় বলে ও অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।