উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি // নড়াইলে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের ৪ দফা দাবিতে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, রবিবার দুপুরে নড়াইল শহরের নড়াইল আইটি সেন্টারের সবাকক্ষে সংবাদ সম্মেলন করে নিজেদের দাবি তুলে ধরেন অ্যাসোসিয়েশনের নেতারা।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, ডিপ্লোমা চিকিৎসক ইন্দ্রজিৎ কুন্ডু, ডিপ্লোমা চিকিৎসক হেলালউদ্দিন, ডিপ্লোমা চিকিৎসক সনজিৎ কুমার, ডিপ্লোমা চিকিৎসক রায়হানউদ্দিনসহ অনেকে।
বক্তারা বলেন,অন্যান্য ডিপ্লোমাদের ন্যায় দশম গ্রেডে উন্নীতকরন।অতি শ্রীঘ্র দশম গ্রেডে শূন্যপদ গুলোতে ডিপ্লোমা চিকিৎসকদের নিয়োগ দান।কমিউনিটি ক্লিনিকের সেবার মান বৃদ্ধি করতে সাড়ে ৪ বছরের মেটিকেল ডিপ্লোমা চিকিৎসকদের নিয়োগ দান।ম্যাটস কারিকুলামকে আধুনিকীকরণ, যুগোপযোগী ও আন্তর্জাতিক মানে উন্নীতকরন, অন্যান্য ডিপ্লোমাদের ন্যায় এবং রাষ্ট কতৃক স্বীকৃত মৌলিক অধিকারের অংশ হিসেবে উচ্চ শিক্ষার সুযোগ এবং পৃথক মেডিকেল কলেজ অথবা বিদ্যমান মেডিকেল কলেজে প্রতিযোগীতামূলক অংশগ্রহনের ব্যবস্থা করা, মেডিকেল এডুকেশান বোর্ড অব বাংলাদেশ গঠন, প্রতিষ্ঠানের নাম পরিবর্তন ও ডিগ্রীর নাম পরিবর্তন।
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।