
উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি // নড়াইল সরকারি ভিক্টারিয়া কলেজের প্রথম গ্যালারি ভবন ভবন সংস্কারের উদ্বোধন বক্তব্য রাখছেন অধ্যক্ষ প্রফেসর খান শাহাবুদ্দিন।
নড়াইল সরকারি ভিক্টারিয়া কলেজের প্রথম ভবন (গ্যালারি) সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি জানান, সোমবার দুপুরে এ কাজের উদ্বোধন করেন প্রততত্ত্ব অধিদপ্তর খুলনা ও বরিশাল বিভাগের আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন। এসময় বক্তব্য রাখেন নড়াইল সরকারি ভিক্টারিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর খান শাহাবুদ্দিন, নড়াইল সরকারি ভিক্টারিয়া কলেজের সাবেক ছাত্র হাফিজ খান মিলন।
এসময় প্রততত্ত্ব অধিদপ্তর খুলনা ও বরিশাল বিভাগের সহকারী পরিচালক গোলাম ফেরদৌস, সহকারী প্রততাত্ত্বিক প্রকোশলী হাসানুল হাবিব, উপ-সহকারী প্রকোশলী জাকারিয়া।