1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
নবীগঞ্জে গোলাগুলির ঘটনায় সাবেক এমপি আশার অনুগামী সৌরভ, পাপ্পু,অজিত,ডালিমরা এখনো অধরা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :

নবীগঞ্জে গোলাগুলির ঘটনায় সাবেক এমপি আশার অনুগামী সৌরভ, পাপ্পু,অজিত,ডালিমরা এখনো অধরা

  • প্রকাশিত :প্রকাশিত : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৮ 0 বার সংবাদি দেখেছে

বন্দর প্রতিনিধি // বন্দরের নবীগঞ্জে ড্রেজার ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে দু’পক্ষের পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনায় এখনো গ্রেফতার হয়নি অস্ত্রধারী সন্ত্রাসী সৌরভ,পাপ্পু,অজিত ও ডালিম সিকদার গং। সন্ত্রাসীরা অধরা থাকায় জনমনে আতংক কাটছেনা। এ ঘটনাকে ঘিরে নবীগঞ্জ বড় বাড়ি এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে সন্ত্রাসীরা ধরা-ছোঁয়ার বাইরে থাকায় এলাকাবাসী অজানা সংশয়ে ভুগছে। যে কোন মুহুর্তে বড় ধরণের অপ্রীতিকর ঘটনার আশংকা করছে স্থানীয়রা। এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক বাসিন্দা জানান,উল্লেখিত ুেসৗরভ,পাপ্পু,অজিত ও ডালিম সিকদার নিজেদেরকে সাবেক এমপি পুত্র আবুল কাউছার আশার পরিচয়ে বন্দরের নবীগঞ্জ কবিলের মোড়,বাগবাড়ি থেকে শুরু করে বন্দর ১নং খেয়াঘাট,একরামপুর,পৌরসভার মোড়,রাজবাড়ী,শাহী মসজিদ বাবুপাড়াসহ বিভিন্ন এলাকায় রাম রাজত্ব কায়েম করে চলেছে। এর আগে তারা বন্দর ১নং খেয়াঘাট দখল করে নিরীহ হকার এবং সিএনজি ও অটোচালকদের কাছ থেকে প্রকাশ্যে চাঁদাবাজী করে বেড়াচ্ছে। এমপি পুত্র আশার লোক হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদের সাহস পাচ্ছে না। তাছাড়া ডালিম সিকদারের শ্যালক রনি ওরফে জঙ্গী রনি কয়েক মাস আগে র‌্যাবের ধরা পড়ে। একই শর্তে জনৈক সিএনজি চালক জানান,পাপ্পু,ডালিম,অজিত,সুফিয়ান বিগত আওয়ামীলীগের শাসনামলে কথিত যুবলীগের সন্ত্রাসী খান মাসুদের শেল্টারে নানা অপকর্ম চালাতো। ৫ আগষ্ট পট পরিবর্তণের পর পরই তারা জার্সি বদল করে হয়ে যায় নামধারী বিএনপি নেতা আবুল কাউছার আশার আস্থাভাজন। আশার নাম ভাঙ্গিয়ে তারা গোটা বন্দর জুড়ে যাচ্ছেতাই করে বেড়াচ্ছে। এদের অবাধ অপকর্মের কারণে বন্দরের নবীগঞ্জ হতে বন্দর খেয়াঘাটসহ আশ পাশের সবকটি মহল্লার সাধারণ জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছে। ভুক্তভোগী জন সাধারণ অনতিবিলম্বে এ সকল অস্ত্রধারী সন্ত্রাসীদের অস্ত্র উদ্ধারসহ তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক কার্যকরি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ