নিউজ ডেস্ক।।
বরিশালের মেহেন্দিগঞ্জে পবিত্র ঈদুল ফিতর এর আনন্দ সবার মাঝে ভাগ করে দিতে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ আনন্দে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়
শনিবার (২৮ মার্চ) নয়াখালী মুন্সি বাড়ি দরজার জামে মাঠে
আয়োজিত ঈদ সামগ্রী বিতরণে বিশিষ্ট সমাজ সেবক বুলবুল আহমেদ হাওলাদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডার এসোসিয়েশন এর সভাপতি নুরুল আমিন নান্টু। উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি নয়াখালী গ্রামীণ উন্নয়ন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ্যাডভোকেট এম এ জসিম, উলানিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আজাদ, লিডারলীপ এসোসিয়েশন এর পরিচালক শিক্ষক মোঃ জসিম উদ্দিন, কোষাধ্যক্ষ নুরুল্লাহ আল আমিন, সলদি সমাজ কল্যান ফাউন্ডেশন এর সভাপতি মোঃ মামুনুর রশীদ সুমন, নয়াখালী গ্রামীন উন্নয়ন ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম। অতিথিবৃন্দ বলেন, অসহায় মানুষের মাঝে ঈদ বিতরণ করতে পেরে উচ্ছসিত লাগছে। ঈদের আনন্দ সবার মধ্যে ভাগ করার জন্য এই উপহার দেওয়া হয়েছে। নয়াখালী গ্রামীণ উন্নয়ন ফাউন্ডেশন অনেক আগ থেকেই সমাজের জন্য কাজ করে যাচ্ছে। আপনারা সংগঠনটির এর পাশে থাকুন। ঈদ সামগ্রী উপহার পেয়ে শতাধিক পরিবারের মুখে হাসি ফুটেছে। সুবিধাভোগীরা মন খুলে দোয়া করেছেন সংগঠনের স্যশ্লিষ্টদের জন্য। ইতিমধ্যে এই সংগঠনটি স্বেচ্ছাসেবী এবং মানবিক সংগঠন হিসেবে সকলের কাছে পরিচিতি পেয়েছে।