1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
নর্থ বেঙ্গল সুগার মিলের ৯২তম মাড়াই মৌসুমের উদ্বোধন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ১০:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরনাম :

নর্থ বেঙ্গল সুগার মিলের ৯২তম মাড়াই মৌসুমের উদ্বোধন

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৪ 0 বার সংবাদি দেখেছে
oplus_0
লালপুর (নাটোর) প্রতিনিধি // নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের ৯২তম মাড়াই মৌসুমের মৌসুমের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর ২০২৪)বিকেলে নর্থ বেঙ্গল সুগার মিলস এর আয়োজনে কেইন ক্যারিয়ার প্রাঙ্গনে ৯২তম মাড়াই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন চেয়ারম্যান (গ্রেড-১) ড.লিপিকা ভদ্র’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রনালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রনালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, জেলা প্রশাসক মীজ আসমা শাহীন, নাটোর পুলিশ সুপার মারুফাত হুসাইন, লালপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) শিমুল আক্তার, লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনর রশীদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির আহ্বায়ক ও গোপালপুর পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, লালপুর থানার অফিসার ইনচার্জ নুরুজ্জামান, মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা প্রমুখ।
মিল সূত্রে জানাযায় চলতি মৌসুমে মিলের নিজস্ব ২ হাজার ৫০০ একর ও মিল এলাকায় কৃষকের ১৫ হাজার ৫০ একরসহ মোট ১৭ হাজার ৫৫০ একর জমিতে আখচাষ হয়েছে। ১২০ কার্যদিবসে ২ লাখ মেট্রিক টন আখ মাড়াই করে ১৫ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে শতকরা ৭.৫০ ভাগ।
গত ২০২৩-২০২৪ আখ মাড়াই মৌসুমে ১ লাখ ৮৮ হাজার ৬৩৩ মেট্রিক টন আখ মাড়াই করে মিলটি ১১৪ দিনে মোট চিনি উৎপাদন করে ১০ হাজার ৫২৫ মেট্রিক টন। চিনি আহরণ হার ছিল ৫.৬৮%। যা বিগত ১০টি মৌসুমের মধ্যে সর্বোচ্চ। গত মৌসুমে নয়টি চিনিকলের মধ্যে নর্থবেঙ্গল সুগার মিলস আখ ক্রাশিং ৩০% এবং চিনি উৎপাদনে ৩৪% অবদান রাখতে সক্ষম হয়েছে। এছাড়াও গত ১০ বছরে রেকর্ড ছাড়িয়ে কারখানায় আখ সরবরাহ গড়ে প্রায় ১৩ মেট্রিক টন অর্জন হয়েছিল। এ বছরও নবেসুমির মিল জোনে জিরো টলারেন্স নীতি অবলম্বন পূর্বক অবৈধ পাওয়ার ক্রাশার শতভাগ বন্ধ রাখা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়াও ২০২৩-২০২৪ রোপণ মৌসুমে এ পযর্ন্ত আখ রোপণ হয়েছে ১৭ হাজার ৫৮০ একর।
মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা বলেন, এ বছর আখের মূল্য ২২০ টাকা থেকে বৃদ্ধি করে ২৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। চাষিদের কষ্টার্জিত আখের মূল্য সহজ ও নিরাপদ করতে পূর্বের ন্যায় মোবাইল ব্যাংকিং বিকাশ সিস্টেম চালু করা হয়েছে। প্রান্তিক চাষিদের মধ্যে পূর্জির ব্যবস্থা করা হয়েছে। মিলকে লাভজনক ও চাষিদের আখ আবাদে উৎসাহিত করতে ভর্তুকির ব্যবস্থাসহ মান সম্মত সার, কীটনাশক ও বীজ চাষিদের মধ্যে সরবরাহ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ