নিজস্ব প্রতিবেদক ॥
ঝালকাঠির নলছিটি সমাজসেবা অফিসে টানা আট দিন ধরে ইন্টারনেট সংযোগ না থাকায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন সেবামূলক কাজ স্থগিত হয়ে আছে। এতে সেবা নিতে আসা হতদরিদ্র মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। প্রতিদিন ৪০-৫০ জন ভাতা ও অন্যান্য সরকারি সেবা নিতে অফিসে আসলেও ইন্টারনেট সমস্যার কথা বলে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। ভুক্তভোগীরা জানান প্রতিদিনই অফিসে এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়, কিন্তু কোনো কাজ হয় না। কর্মকর্তারা বারবার বলছেন, ‘ইন্টারনেট নেই, আজ কাজ হবে না, পরের দিন আসেন।’ তবে এক সপ্তাহের বেশি সময় ধরে একই অবস্থা চললেও সমস্যার সমাধান হয়নি। সেবা নিতে আসা এক বৃদ্ধা বলেন, “আমি কয়েক দিন ধরে আসছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না। আমাদের অনেক কষ্ট করে আসতে হয়, তারপরও সেবা পাই না।” এ বিষয়ে সমাজসেবা অফিসে কর্মকর্তার সঙ্গে দেখা করতে গেলে অফিস কক্ষ বন্ধ পাওয়া যায়। স্থানীয়রা দ্রুত এই সমস্যার সমাধান চান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন, যাতে হতদরিদ্র মানুষদের আর ভোগান্তি পোহাতে না হয়।