স্টাফ রিপোর্টার // ঝালকাঠি জেলার নলসিটি থানাধীন ৬ নং কুসংগল ইউনিয়নে ভাউমহল গ্রামের জমিজমা ও পর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে ও পিটিয়ে যখম করেছে প্রতিপক্ষরা। সোমবার (৯ জুন) সকাল আনুমানিক সাড়ে ১১ টায় শিকদার বাড়ির মসজিদের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত কোহিনুর বেগম (৫০), মোঃ আলমগীর শিকদার (৫৫), ও ফাতেমা জাহান আরিফা (১৯) তারা উভয়ই হলেন ভাউমহল গ্রামের বাসিন্দা। আহত কোহিনুর বেগম ও মোঃ আলমগীর শিকদার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত আরিফা জানান তার চাচাতো ভাই আশিকুর রহমান (সৌরভ) তার বাবা আলমগীর শিকদার একজন নম্র ভদ্র নিরব প্রকৃতির লোক হওয়ার সুযোগে তার ভাই ও ছেলে বিভিন্ন জায়গা জমি জোরপূর্বক দখল করে খায়। এতে বাধা দিতে গেলেই বিভিন্ন সময় ঝগড়া-ঝাটি ও মারধর করে। হঠাৎ করেই কোরবানির পর দিন ৮ তারিখ একটা মজগুনি তালগাছ কাউকে কিছু না বলে লোক নিয়ে এসে কাটা শুরু করে আশিকুর রহমান( সৌরভ)।সেখানে আলমগীর শিকদার ও তার স্ত্রী প্রাথমিক অবস্থায় বাধা প্রদান করলে আশিকুর রহমান সৌরভ কুড়াল দিয়ে হত্যার হুমকি দেয় ও আলমগীর শিকদারকে মারধর করে। তার ই সূত্র ধরে ঘটনার দিন তাদের জমির উপর একটি কুটার কুট দিতে গেলে সেখানে তারা বাধা প্রদান করে কুটার কুর কে কেন্দ্র করে সৌরভ অকাথ্য বাসায় গালিগালাজ করে ও পূর্ব পরিকল্পিতভাবে আশিকুর রহমান (সৌরভ), নুর ইসলাম ও হাবিবা বেগম হত্যার উদ্দেশ্যে দা ও জি আই পাইপ দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত যখম করে, তার ডাক চিৎকার শুনে আলমগীর শিকদার ও ফাতেমা জাহান আরিফা এগিয়ে আসলে তাদের কেও পিটিয়ে গুরুতর যখম করে। তাদের ডাক চিৎকার শুনে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে । (উল্লেখ্য উক্ত জায়গায় আলমগীর শিকদারের কুটার কুট টি পূর্বে আরও ২ বছর ছিল)।এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহত সূত্রে জানাজায়।