স্টাফ রিপোর্টার // গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাত ধরে স্বৈরাচার সময়ের অবসান ঘটে হাসিনা সরকারের পতন হয়৷ সারা বাংলাদেশ থেকে আন্দোলনে অংশগ্রহণ করে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা৷ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের শিক্ষার্থী সমাজও ছিলো অন্যতম ভূমিকায়। নারায়ণগঞ্জের সেইসব শিক্ষার্থীদের নিয়ে সম্প্রতি আবারও বৈঠক করেছে শিক্ষার্থী প্রতিনিধিরা। নারায়ণগঞ্জ শহরতলীর আদর্শ স্কুলের হলরুমে আয়োজিত সভার মূল লক্ষ্য ও বক্তব্য ছিলো ঐক্য৷ নারায়ণগঞ্জের সব থানাকে একত্রিত রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকরা৷ যেকোনো কাজে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান তারা৷ একটি সুন্দর নারায়ণগঞ্জ তথা সুশৃঙ্খল, বৈষম্যহীন বাংলাদেশ গঠন করার অঙ্গীকারে কাজ করে যাবেন বলে দৃঢ় বিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছে ছাত্র সমাজ৷ সভায় বক্তব্য রাখেন এই আন্দোলনের ভূমিকায় থাকা নারায়ণগঞ্জের সংগঠকরা৷