1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
নির্মাণাধীন দেয়াল ধসে কুয়াকাটায় ২ শ্রমিকের মৃত্যু! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৪ অপরাহ্ন

নির্মাণাধীন দেয়াল ধসে কুয়াকাটায় ২ শ্রমিকের মৃত্যু!

  • প্রকাশিত :প্রকাশিত : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৭ 0 বার সংবাদি দেখেছে

রাকিব জোমাদ্দার, মহিপুর // পটুয়াখালীর কুয়াকাটার রাখাইন মার্কেট সংলগ্নে নির্মানাধীন একটি দোকানের দেয়াল ভেঙ্গে চাপা পড়ে আবু বক্কর (৪২) ও কামাল (৪০) নামের দুই নির্মান শ্রমিকের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে।    সোমবার (০৪ নভেম্বর) দুপুরে কুয়াকাটা রাখাইন মার্কেট সংলগ্ন কেরানীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। মৃত আবু বক্কর কুয়াকাটার নবীনপুর পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড এই এলাকার মৃত আব্দুল রহমানের ছেলে ও কামাল হোসেন একই এলাকার মৃত্যু হাকিম আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ওই দুই শ্রমিক কেরানীপাড়ার রাখাইন পল্লীর উসে বাবুর দোকানের সাটার লাগাতে আসেন। এসময় পুরনো সাটার খুলতে গিয়ে ওই দোকানের দেয়াল তাদের গায়ে পড়ে। এতে দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।অভিযোগ রয়েছে কোন নিয়ম কারণ না মেনেই কুয়াকাটায় নির্মাণ হচ্ছে একের পর এক ছোট বড় বিল্ডিং ও বহুতল ভবন। এর আগেও কুয়াকাটায় এরকম একাধিক দুর্ঘটনার স্বীকার হয়েছে শ্রমিকরা।  প্রত্যক্ষদর্শী আমিনুল ইসলাম নিপু বলেন, পাসে আমার নিজের দোকানে কাজ করতে ছিলাম। হঠাৎ একটি বিকট শব্দ পাই তখন দৌড়ে গিয়ে দেখি পুরো দোকানের একটি বড় দেয়াল ধসে পড়েছে এবং নিচে দুজন চাপা পড়ে আছে। পরে লোকজন একহয়ে ওয়াল সরিয়ে তাদেরকে বের করি। দেয়ালের চাপায় প্রাথমিকভাবে তাদের চেহারা শনাক্ত করার মত পরিস্থিতি ছিলো না। তাদের দুজনেরই মাথার মগজ বের হয়ে আলাদা হয়ে গেছে।  মহিপুর থানার ওসি তদন্ত মো.নোমান বলেন, ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছি এবং  পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। এ বিষয় বিস্তারিত তদন্ত শেষে জানানো হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ