মোঃ রোকনুজ্জামান নীলফামারী প্রতিনিধি // নীলফামারীর কচুকাটা ইউনিয়নের চাড়ালকাটা নদী থেকে চলছে দিনে রাতে বালু উত্তোলনের মহাউৎসব। এ যেন দেখেও না দেখার ভান করেন উপজেলা প্রশাসন, প্রকাশ্যে বালু উত্তোলন করে প্রায় ২০ থেকে ২৫টি ট্রাক্টর গাড়ি করে নিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়। যেভাবে বালু নিয়ে যাওয়ার সমাহার দেখা যাচ্ছে মনে হয় ডাক নিয়েছে সরকারের কাছ থেকে এমনটি বুঝা যাচ্ছে তাদের কার্যক্রম দেখে। তবে এ বিষয়ে ট্রাক্টর গাড়ির মালিকদের সাথে কথা হলে তারা কথা না বলতে অনিচ্ছুক জানান গণমাধ্যম কর্মীদের। এবং ডক্টর গাড়ির কাছে থাকা শ্রমিকরা জানান যে আমাদের বালু নিয়ে যেতে বলছে আমরা তাই নিয়ে যাই,আমরা গেলে টাকা পাব না হলে নাই। আমাদের যেভাবে বলে সেভাবেই কিন্তু আমরা কাজ করি। এ কথা থেকেই যায় যেখানে অবৈধ ট্রাক্টর গাড়ির জন্য রাস্তাঘাট গুলো নষ্ট হয়ে যাচ্ছে দেখার কেউ নেই। তবে বিষয়টি নিয়ে নীলফামারী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।