1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পটুয়াখালীতে কোরবানির জন্য প্রস্তুত ১ লাখ ৩৩ হাজার পশু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরনাম :

পটুয়াখালীতে কোরবানির জন্য প্রস্তুত ১ লাখ ৩৩ হাজার পশু

  • প্রকাশিত :প্রকাশিত : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৫০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে সারাদেশে চলছে কোরবানির পশু বিক্রির প্রস্তুতি। পটুয়াখালী জেলায় এবার চাহিদার চেয়ে ৫ হাজার ১৮৩টি কোরবানির পশু বেশি রয়েছে। এতে জেলার ৮ উপজেলায় কোরবানির পশুর চাহিদা মিটিয়েও উদ্বৃত্ত থাকবে পাঁচ হাজারের বেশি।

জেলা প্রাণী সম্পদ কার্যালয় সূত্র জানায়, পটুয়াখালী জেলার ৮ উপজেলায় কোরবানির জন্য ১ লাখ ৩৩ হাজার ৩৭১টি গবাদি পশু রয়েছে। এর মধ্যে স্থানীয় চাহিদা ১ লাখ ২৮ হাজার ১৮৮টি। ফলে স্থানীয় চাহিদা মিটিয়ে অতিরিক্ত ৫ হাজার ১৮৩টি কোরবানির পশু উদ্বৃত্ত থাকবে। কোরবানির জন্য মোট গরু রয়েছে ৮৩ হাজার ৭১১টি। এর মধ্যে ষাঁড় ৫৭ হাজার ৭টি, বলদ ১৬ হাজার ৯৫৩টি, গাভি ৯ হাজার ৭৫১টি, মহিষ ৩ হাজার ৬৯৬টি, ছাগল ৩৯ হাজার ১২১টি এবং ভেড়া ৬ হাজার ৮৪৩টি।

জেলার ৮টি উপজেলার মধ্যে পটুয়াখালী সদর উপজেলায় ২২ হাজার ৩২০টি পশু, বাউফল উপজেলায় ২৬ হাজার ৮২৩টি, কলাপাড়া উপজেলায় ২২ হাজার ১৮৯টি, গলাচিপা উপজেলায় ২৩ হাজার ২৭০টি, দশমিনা উপজেলায় ৮ হাজার ২২০টি, মির্জাগঞ্জ উপজেলায় ১১ হাজার ৫৩৭টি, দুমকি উপজেলায় ৯ হাজার ৬৯৪টি, রাঙাবালী উপজেলায় ৯ হাজার ৩১৮টি কোরবানির পশু রয়েছে। জেলার প্রতিটি উপজেলার চাহিদার চেয়ে অতিরিক্ত কেরবানির পশু রয়েছে।

পটুয়াখালী জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, জেলায় এবারের কোরবানির পশুর কোনো ঘাটতি নেই। বরং জেলার ৮ উপজেলায় কোরবানির পশুর চাহিদা মিটিয়েও উদ্বৃত্ত থাকবে ৫ হাজার ১৮৩টি পশু। ফলে কোরবানির পশু নিয়ে জেলার মানুষদের কোনো টেনশন নেই।

পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, জেলায় কোরবানির পশুর ঘাটতি নেই। পাশাপাশি কোরবানির হাট চাঁদাবাজমুক্ত রাখতে প্রতিটি হাটে ভ্রাম্যমাণ আদালত বসানো হবে। আইনশৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করবে পুলিশ, গোয়েন্দাবাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ