1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
পটুয়াখালীতে পূর্ব শত্রুতার জেরধরে বৃদ্ধাকে কুপিয়ে জখমের অভিযোগ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৮:৩৯ অপরাহ্ন

পটুয়াখালীতে পূর্ব শত্রুতার জেরধরে বৃদ্ধাকে কুপিয়ে জখমের অভিযোগ

  • প্রকাশিত :প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ২৬ 0 বার সংবাদি দেখেছে

স্টাফ রিপোর্টার // পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন গোলখালি ইউনিয়নে কালিরচর গ্রামে ৫ নং ওয়ার্ডে পূর্ব শত্রুতার জের ধরে বৃদ্ধাকে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। বুধবার (১৫ জানুয়ারি) সকাল ৬ টায় হাওলাতার বাড়ির উঠানে এ হামলার ঘটনা ঘটে। আহত মো:সুলতান হাওলাদার (৫৫) হলেন ওই গ্রামের বাসিন্দা মো: সাত্তার হাওলাদারের ছেলে। বর্তমানে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত সুলতান হাওলাদার জানান বেশ কয়েক বছর যাবত তার ভাই সেলিম হাওলাদার ও জলিল হাওলাদারের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার আগের দিন সুলতান পুসকুনিতে জাল দিয়ে মাছ ধরে তার জালে বেদে তাদের একটি কাট উঠে যায় তারই সূত্র ধরে সুলতান সকালের নামাজ পড়ার জন্য পুকুর থেকে ওযু করে ঘরে ফেরার পথে উঠানে ফেলে সেলিম হাওলাদার, জলিল হাওলাদার, রাকিব হাওলাদার, নাসিমা বেগম, আসমা বেগম ও জান্নাতি সহ ৫/৬ জন মিলে হত্যার উদ্দেশ্যে রান্ধা, বগিদা, ধান ভাঙ্গা মেশিনের ব্লেড, রড, জিয়াই পাইপ ও লাঠিসোটা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ওই ওয়ার্ডের কর্মরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আরও জানা যায় ২০১৯ সালে ১৪ নভেম্বর রাত ৯ টায় সেলিম হাওলাদাররা বারাটে সন্ত্রাসী দিয়ে সুলতান হাওলাদারকে হত্যার চেষ্টা চালায় বলে ও অভিযোগ রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ