নিজস্ব প্রতিবেদক // চার্জার ফ্যানসহ কয়েকটি পণ্যে আরেকটি স্টিকার বসিয়ে বাড়তি মূল্য নির্ধারণের দায়ে ঝালকাঠির নলছিটিতে ওয়ালটন শো-রুমকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় অভিযানকালে ওয়ালটন শোরুমকে এ জরিমানা করেন জেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক ইন্দ্রাণী দাস।
তিনি জানান, চার্জার ফ্যানসহ কয়েকটি পণ্যের গায়ে উল্লেখিত দাম না মুছে তার ওপর নতুন স্টিকার বসিয়ে ভোক্তাদের নিকট থেকে বাড়তি দাম নেয়ায় অভিযোগ রয়েছে। তাই ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ‘ডাবল স্টিকার’ রয়েছে এমন পণ্যগুলো শো-রুম থেকে সরানোর নির্দেশ দেয়া হয়েছে।
Leave a Reply