ববি প্রতিনিধি
অসুস্থতার কারণে দেখিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের(ববি) প্রক্টর ড.রাহাত হোসেন ফয়সাল পদত্যাগ করেছেন। বুধবার (২৭ নভেম্বর) রেজিস্ট্রার বরাবর এ পদত্যাগ পত্র জমা দেন তিনি।বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোঃ মনিরুল ইসলাম।
রেজিস্ট্রার মোঃ মনিরুল ইসলাম বলেন,”তার রেজিগনেশন লেটারটি পেয়েছি ,তবে তিনি ব্যাক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।
শুধু পার্সোনাল কারণে পদত্যাগ করেছেন না অন্য কোনো কারণ আছে জানতে চাইলে বলেন,হয়তো থাকতে পারে তবে তিনি ব্যাক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন বলেই আমি জানি”
সদ্য পদত্যাগকৃত প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সালের কাছে পদত্যাগের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান,” ব্যাক্তিগত কারণেই আমি পদত্যাগ করেছি।দায়িত্ব পালনকালে আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রতি সবসময়ই খেয়াল রাখার চেষ্টা করেছি।আমার পায়ের নখের একটি অপারেশন হয়েছে গত সপ্তাহে ঢাকায়।যার কারণে আমার বিশ্রাম প্রয়োজন, বিশ্রামে থাকার জন্যই মূলত পদত্যাগ করা।পেছনে অন্য কোনো কারণ নেই।”