নিজস্ব প্রতিবেদক // পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) তে বন্ধ রয়েছে সকল ধরনের সভা সমাবেশ।
সমাবেশ নিষিদ্ধ থাকা সত্ত্বেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু ছাত্র সমাবেশের ডাক দিলে তা সাধারণ ছাত্র-ছাত্রীরা সেটা প্রত্যাক্ষান করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
এ বিষয় পবিপ্রবির একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন,, আমরা আন্দোলন করেছিলাম ফ্যাসিস্ট ও স্বৈরাচারী সরকার শেখ হাসিনার বিরুদ্ধে। তার পতনের মধ্যে দিয়ে আমাদের অধিকার প্রতিষ্ঠা ও আন্দোলন সফল হয়েছে৷ শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে দূর হয়েছে সকল ধরনের অবিচার ও বৈষম্য।
তারা আরও বলেন, ছাত্র জনতার আন্দোলন সফল হওয়ার পর থেকেই বিশ্ববিদ্যালয় সকল রাজনীতি ও সভা সমাবেশ নিষিদ্ধ কারা হয়েছে। কিন্তু একদল বহিরাগত ছাত্রদের দিয়ে অরাজনৈতিক ব্যানারে রাজনীতি প্রতিষ্ঠা করতে চায় বলে অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি এই সভা সমাবেশ কর্মসূচি মাধ্যমে ছাত্রলীগকে ক্যাম্পাসে পুনর্বাসন করবে বলে ধারণা করা হচ্ছে।
যেহেতু ক্যাম্পাসে সমাবেস নিষিদ্ধ তাই আমরা সাধারন ছাত্রছাত্রীরা এই সমাবেশ প্রত্যাক্ষান করেছি এবং সকল ধরনের রাজনৈতিক দলের চাটুকারিতা বন্ধে কঠোর অবস্থানে রয়েছি। ক্যাম্পাস থাকবে সন্ত্রাস ও রাজনীতি মুক্ত শিক্ষার পরিবেশ থাকবে নিরাপদ।