এলাকার বাসিন্দারা জানান, তারা বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছেন, কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে এসব ভবন ধীরে ধীরে মাদকসেবী ও অপরাধীদের দখলে চলে যাচ্ছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমাদের ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে। এই ভবনগুলো দ্রুত ভেঙে ফেলা বা ব্যবহারের ব্যবস্থা করা দরকার।”
স্থানীয়রা দাবি করছেন, পরিত্যক্ত ভবনগুলো দ্রুত ভেঙে ফেলা অথবা জনসাধারণের জন্য উপযোগী কোনো কাজে ব্যবহার করা উচিত। পাশাপাশি প্রশাসনের তৎপরতা বাড়ানো হলে অপরাধ প্রবণতা কমবে এবং শিক্ষার্থীরা বিপথে যাওয়ার হাত থেকে রক্ষা পাবে।
এ বিষয় পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বলেন, “আমাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”