স্টাফ রিপোর্টার // বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন তাফালবাড়ি গ্রামে চাঁদা না দেয়ায় গরুর ব্যবসায়ীকে পিটিয়ে যখম করেছে দুর্বৃত্তরা। সোমবার (২১ এপ্রিল) বেলা আনুমানিক ১১ টায় টেংরা খাল পারে আবাসনের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত মোঃ ফারুক ফরাজী (৬০) হলেন ওই গ্রামের বাসিন্দ মোঃ নুর ইসলামের ছেলে। আহত মোঃ ফারুক ফরাজী বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত ফারুক ফরাজী জানান কয়েক মাস যাবত আজিজুল ফারুক ফরাজীর কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছে। আর বলে ২ লক্ষ টাকা চাঁদা না দিলে এলাকায় ব্যবসা করতে দিবে না এ বলে এক মাস আগে আজিজুলের নেতৃত্বে মুসা তার কাছ থেকে ১৬ হাজার টাকা চাঁদা নিয়ে যায় আর বলে মাসে মাসে এভাবে চাঁদার টাকা দিতে। ঘটনার দিন ফারুক ফরাজী গরু কেনার উদ্দেশ্যে ১ লক্ষ ৬০ হাজার টাকা নিয়ে আবাসনের সামনে দিয়ে যাওয়ার সময় ওৎ পেতে থাকা আজিজুল বাহিনী ফারুকের পথ রোধ করে চাঁদার ২ লক্ষ্য টাকা দিতে বলে এ নিয়ে উভয়ের ভিতর বাক-বিতণ্ডা হলে ক্ষিপ্ত হয়ে আজিজুল, জসিম মৃধা, মুসা, কামাল, কবির শিকদার, ইলিয়াস, বারেক ও হিরু খান সহ ১০/১৫ জন মিলে লাঠি সোটা দিয়ে পিটিয়ে গুরুতর যখম করে সাথে থাকা নগদ ক্যাশ ১ লক্ষ ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাকে খালে ফেলে রেখে চলে যায়। তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আরও জানা যায় এর আগেও আজিজুল বাহিনীকে চাঁদা দিতে অপারগতা স্বীকার করলে তাকে মারধর করে তার ঘর দুয়ার ভাঙচুর করতেন বলেও অভিযোগ পাওয়া গেছ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহত সূত্রে জানাজায়।