আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বালিপাড়া ইউনিয়নের সাইদখালী গ্রামের কচা নদীর চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় এলাকাবাসী কচা নদীর চরে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত যুবকের লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক জানান, কচা নদীর চর থেকে অজ্ঞাত নামা এক যুবকের মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
তবে মরদেহের কোন পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। তার শরীরে কোন কাপড় ছিলো না।
Leave a Reply