আজ মঙ্গলবার সকালে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সদর দপ্তরে বিমানবন্দর সংলগ্ন ৩ কিলোমিটার সড়ককে হর্নমুক্ত নীরব এলাকা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রিজওয়ানা হাসান বলেন, হর্ন একটি অভ্যাসগত বিষয়। হর্ন বাজানোর অভ্যাসরোধে গাড়ির গতি নিয়ন্ত্রণের পরামর্শ দেন পরিবেশ উপদেষ্টা। নীরব এলাকায় হর্ন বাজালে প্রাথমিকভাবে সর্বোচ্চ ৫শ টাকা জরিমানা করা হবে বলেও জানান তিনি।
পরিবেশ উপদেষ্টা জানান, মঙ্গলবার থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উত্তরে স্কলাস্টিকা পয়েন্ট হতে দক্ষিণে হোটেল লা মেরিডিয়ান পর্যন্ত প্রাথমিকভাবে এক সপ্তাহ চলবে হর্নমুক্ত করার কার্যক্রম। এসময় স্বেচ্ছাসেবীরা চালকদের হর্ন না বাজাতে সতর্ক করবেন এবং আইন প্রয়োগে নিয়োগ থাকবে ম্যাজিস্ট্রেট।
পরবর্তীতে হাসপাতাল ও সচিবালয় এলাকাকে নীরব এলাকা ঘোষণা করা হবে। এদিকে দেশের সব বিমানবন্দরের আশপাশের এলাকাকে ধীরে ধীরে হর্নমুক্ত হিসেবে ঘোষণা দেওয়া হবে বলে জানান সামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর। পরে হর্নের ক্ষতিকর দিক নিয়ে সতর্ক করতে শিক্ষার্থীদের নিয়ে বের হয় র্যালি।