স্পোর্টস ডেস্ক // ত্যেক জেলা-উপজেলা মিলে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের কার্যক্রম, হতে পারে খেলার আয়োজন, মেলার আয়োজন, সাংস্কৃতিক কার্যক্রম; যতদিন বিপিএল চলবে সব সাধারণ মানুষ বিপিএলের সাথে কানেক্টেড থাকবে। ব্র্যান্ডিংয়ের প্রয়াস থাকবে, সারা পৃথিবী জুড়ে প্রচারিত হবে, দেখবে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে।’
তিনি আরও বলেন, আমাদের তরুণ সমাজ যে যুদ্ধ করেছে এবং বিজয়ী হয়েছে সেটাও এখানে উঠে আসবে। সত্যিটা পুরো বিপিএলে আমরা দেখানোর চেষ্টা করব।
আন্তর্জাতিক মাত্রায় নিয়ে যেতে বিদেশি সেলেব্রিটিদের আনা হবে, হওয়ার কথা রয়েছে মনোমুগ্ধকর উদ্বোধনী ও সমাপনি অনুষ্ঠান। এছাড়া বিশ্বের সেরা সেরা মানুষের ধুলো পড়তে পারে বাংলাদেশে, বিপিএলের বদৌলতে।