ববি প্রতিনিধি // ২৫ নভেম্বর ২০২৪ সোমবার ফেনী জেলা ছাত্রকল্যাণ সমিতির প্রেস রিলিজে আগামী এক বছরের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ফেনী জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ৩২ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মুনযিরুল হক আলভী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আজিজুর রহমান। ছাত্রকল্যাণ সমিতির উপদেষ্টা ড. আবদুল আলিম বছির( সহযোগী অধ্যাপক, একাউন্টটি এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগ, ববি), এবং সাবেক সভাপতি মোহাম্মদ উল্লাহ নোবেল ও সাধারণ সম্পাদক মো: শাহজালালের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ৩২ সদস্য বিশিষ্ট এ কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়। এর আগে গত ১৮ই নভেম্বর ২০২৪ সাবেক সভাপতি ও সাধারন সম্পাদক এক অনলাইন সভায় সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন। ৩২ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন, সহ- সভাপতি : আনোয়ার হোসেন(১৯-২০ সেশন),যুগ্ম সাধারণ সম্পাদক : মাহফুজুর রহমান নাজিম(২০-২১),সহকারী যুগ্ম সাধারণ সম্পাদক :আহমেদ ইব্রাহিম ফারহান(২১-২২), সাংগঠনিক সম্পাদক :ওমর ফারুক.(২০-২১), সহকারী সাংগঠনিক সম্পাদক: মোহাইমেন বিন নাসির নিহাল(২১-২২),কোষাধ্যক্ষ : আব্দুল আল ফাহাদ (২০-২১),সহকারী কোষাধ্যক্ষ : ওসমান হোসেন ফাহিম(২১-২২),দপ্তরসম্পাদক:তাসলিম আহমেদ নাদিম(২১-২২),সহকারী দপ্তর সম্পাদক :তহিদুল ইসলাম রেজবি(২২-২৩) ক্রীড়া সম্পাদক : আব্দুল আল ফয়সাল(২০-২১),সহকারী ক্রীড়া সম্পাদক : (১)মো: ইউনুস সম্রাট (২৩-২৪), (২) মো: জোবাইদ হোসেন (২৩-২৪),প্রচার সম্পাদক: রিদোয়ান সাকিব (২১-২২),সহকারী প্রচার সম্পাদক :ইমতিয়াজ আহমেদ(২২-২৩),শিক্ষা বিষয়ক সম্পাদক :মিনহাজ ফাহাদ (২২-২৩), সহকারী শিক্ষক বিষয়ক সম্পাদক : তাহসিন বিনতে কিবরিয়া।(২৩-২৪) ,ছাত্রী বিষয়ক সম্পাদক : নাহিদা আক্তার (২১-২২) সহকারী ছাত্রী বিষয়ক সম্পাদক : সাদিয়া নুসরাত (২৩-২৪),তথ্য সম্পাদক : মুজাহিদুল ইসলাম নোমান (২০-২১),সহকারী তথ্য সম্পাদক : আশরাফুর রহমান(২১-২২) ত্রান ও দুর্যোগ সম্পাদক : আকিব খান. (২৩-২৪), সহকারী ত্রান ও দুর্যোগ সম্পাদক: (১) শাহিন আলম(২৩-২৪) (২)মানিক দাস (২৩-২৪),কার্যকরী সদস্য : ( ১) আব্দুল জিহাদ সাকিল ( ২০-২১) (২) রাশেদুল ইসলাম (২০-২১) (৩) জাহিদুল ইসলাম(২১-২২), (৪) জিহাদ হোসেন মাহি (২২-২৩),(৫) তানজিদ করিম শাহফিন(২১-২২), (৬) রাইসুল ইসলাম(২৩-২৪), (৭) মানজুর সাকিব(২৩-২৪)। নবগঠিত কমিটির সভাপতি মুনযিরুল হক আলভী বলেন, ফেনী জেলা থেকে আসা শিক্ষার্থীরা নিরাপদে এবং সাচ্ছন্দে পড়াশোনা করতে পারে তা নিশ্চিত করা এবং পরিবারের মত সবাই এক হয় সকল প্রতিকূল পরিস্তিতি মোকাবেলা করা। নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বলেন ” দক্ষিণ বঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠ বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সংগঠন ফেনী জেলা ছাত্রকল্যাণ সমিতি। এই ছাত্র কল্যাণ সমিতি সিনিয়রদের ত্যাগের ফসল। তাই সমিতির যেকোনো কাজে সবাই এগিয়ে আসতে অনুরোধ করেন”।