নিজস্ব প্রতিবেদক // নবগঠিত কমিটির পরিচিতি সভা , নৌকা ভ্রমণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র, পুরস্কার বিতরণসহ বর্নিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত সাতক্ষীরা জেলার শিক্ষার্থীদের সংগঠন “সাতক্ষীরা জেলা ছাত্র কল্যান সমিতির” মিলন মেলা-২০২৫ ইং।
গতকাল সকাল ১০টায় কীর্তনখোলা নদীর তীরে প্রায় ২ শতাধিক শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় জমকালো এই গেট টু গেদার। নাচ, গান, কবিতা আবৃত্তি, একক অভিনয়, খেলাধূলা, পুরস্কার বিতরণসহ আয়োজন করা হয় উন্মুক্ত নৌকা ভ্রমণ।
নিরাপদ সড়ক চাই (নিসচা) বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ছাত্র কল্যান সমিতির সাধারণ সম্পাদক শেখ মো: ইমন।
সংগঠনের সভাপতি মো: মোতালেব হোসেন সোহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালে কর্মরত সাতক্ষীরা জেলার বাসিন্দারা।
কীর্তনখোলা নদীর তীরে আয়োজিত মিলন মেলায় উপস্থিত ছিলেন বরিশাল বিআরটিএ বিভাগীয় পরিচালক মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক বরিশাল সুফল চন্দ্র গোলদার, অতিরিক্ত জেলা প্রশাসক মো: ওবায়দুল্লাহ
ববি বাংলা বিভাগের সহকারী অধ্যাপক পম্পা রানী মজুমদার ও বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো: আসাদুজ্জামান, দুদক কর্মকর্তা মো: সাঈদ আনোয়ার, বিসিক কর্মকর্তা গোলাম রসুল রাসেল,বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের গনিত বিভাগের সহকারী অধ্যাপক মো: নুরুল আলম ও গোবিন্দ চন্দ্র।
এছাড়াও মিলন মেলায় উপস্থিত ছিলেন শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, নার্সিং কলেজ, বিএম কলেজসহ বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত সাতক্ষীরা জেলার শিক্ষার্থীরা।