মোঃ ইয়াহিয়া শাকুর, পটুয়াখালী // বরগুনা সদর থানার বালিয়াতলি ইউনিয়নের পাতাকাটা এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন হওয়ার ঘটনায় র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে।
গত ৮ ফেব্রুয়ারি ২০২৫, রাত ৮টা থেকে ১০টার মধ্যে বরগুনা সদর থানার বালিয়াতলি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পাতাকাটা এলাকায় জমি সংক্রান্ত বিরোধে ভিকটিম মোঃ আনোয়ার হোসেন হাওলাদার (৪৫) কে তার ভাতিজারা বিষ খাইয়ে গুরুতর অসুস্থ করে ফেলে। অচেতন অবস্থায় তাকে ঘরে ফেলে রেখে চলে যায় আসামিরা।
ঘটনার পর তার মেয়ে নাসরিন (৪০) পিতাকে খুঁজতে বের হলে বাড়ির কাছাকাছি যাওয়ার পর জানতে পারেন যে পুলিশ তাদের বাড়িতে গেছে। দ্রুত বাড়িতে ফিরে পিতাকে অচেতন অবস্থায় পেয়ে তাকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করান। চিকিৎসকরা দ্রুত ওয়াশ করে বিষ বের করার চেষ্টা করেন, কিন্তু ১০ ফেব্রুয়ারি সকালে ভিকটিম মারা যান।
ভিকটিমের মৃত্যুতে তার মেয়ে নাসরিন বাদী হয়ে বরগুনা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ হত্যার তদন্ত শুরু করলে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে ভিকটিমের ভাতিজাদের সঙ্গে বিরোধ চলছিল। ঘটনার দিন ভিকটিম নিজের জমি দেখার জন্য বাড়ি যান, যেখানে তার ভাতিজারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাকে বিষ খাওয়ায়।
এদিকে, র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ১৪ ফেব্রুয়ারি পটুয়াখালী জেলার মহিপুর থানার নজিবপুর এলাকা থেকে হত্যাকাণ্ডের মূল আসামী সগির হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীকে মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
বরগুনা সদর থানার মামলা নং-১৬/৫৪, তারিখ-১৫/০২/২০২৫ইং, ধারা-৩০২/৩৪ পেনাল কোডের আওতায় আসামীকে গ্রেফতার করা হয়েছে।