গৌরনদী প্রতিনিধি
প্রয়াত চারণ সাংবাদিক রতন সরকার স্মৃতি সম্মাননা পেয়েছেন দৈনিক জনকন্ঠের বরিশালের স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা।
সাংবাদিকদের দাবি, মর্যাদা এবং অধিকার আদায়ে সোচ্চার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) গত রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে ৩ জন সাংবাদিককে যুগরত্ন, ১০ জনকে দেশ সেরা সংবাদ সম্মাননা এবং ৪৫ জনকে চারণ সাংবাদিক রতন সরকার স্মৃতি সম্মাননা ও পেশাগত দায়িত্ব পালনকালে হত্যার শিকার ৩ জনকে সাংবাদিককে মরণোত্তর সাংবাদিক সম্মাননা প্রদান করা হয়।
সংগঠনটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহম্মেদ আবু জাফর সহ অন্যান্য অতিথিরা সম্মাননা প্রাপ্ত সাংবাদিকদের হাতে সম্মাননা স্মারক তুলে প্রদান করেন।