1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
বরিশালে আগুনে পুড়লো ৩ বসতঘর - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন

বরিশালে আগুনে পুড়লো ৩ বসতঘর

  • প্রকাশিত :প্রকাশিত : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশালের বাবুগঞ্জ উপজেলায় আগুন লেগে তিনটি বসতঘর পুড়ে গেছে। সোমবার (৩ মার্চ) উপজেলার মধ্য লোহালিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিসের সদস্য মো. সোহেল রানা জানিয়েছেন।

তিনি বলেন, মধ্য লোহালিয়া গ্রামে সাইফুল ইসলামের টিনের ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পাশের মো. সুমন ও ফরিদা বেগমের ঘরে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বাবুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে ১০ লাখ টাকার মালামাল।

এদিকে এ ঘটনার পর বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারকে ১০ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা দিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ