1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
বরিশালে গভীর রাতে জয়শ্রী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন

বরিশালে গভীর রাতে জয়শ্রী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

  • প্রকাশিত :প্রকাশিত : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশালের উজিরপুর উপজেলার জয়শ্রী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার (১৯ জুলাই) রাত সাড়ে ১২টার পর জয়শ্রী বাসস্ট্যান্ড সংলগ্ন ওই বাজারের একটি অংশে এ অগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয় সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উজিরপুর ও গৌরনদী উপজেলা ফায়ার ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।

গৌরনদীর স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, খবর পেয়ে উজিরপুরসহ তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ শুরু করেন।

স্থানীয়রা জানান, হঠাৎ করে জয়শ্রী বাজারের ওই অংশে আগুনের লেলিহান শিখা দেখতে পাওয়া যায়, তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হলে তারা এসে আগুন নেভানোর কাজ শুরু করে।

পরে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়। আর আগুন নেভানোর পানির জোগান রাস্তার অপর প্রান্ত থেকে নেওয়ায় পুরো সময় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ রাখা হয়।

স্থানীয় বাসিন্দা আকাশ জানান, আগুনে একটি অটোরিকশার ব্যাটারির দোকান, একটি মুদি দোকান, একটি রেন্ট এ কারের দোকান, একটি মোটরসাইকেলের গ্যারেজসহ ৬-৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া আরও কিছু দোকান ও দোকানের মালামালে আগুনে কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে আগুন নিয়ন্ত্রণে আসলেও ঘটনার সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত পরবর্তীতে জানানোর কথা জানিয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ