1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
বরিশালে চলছে মৃদু তাপদাহ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরনাম :

বরিশালে চলছে মৃদু তাপদাহ

  • প্রকাশিত :প্রকাশিত : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ৩৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বৃহস্পতিবারের (১৬ মে) মতো শুক্রবারও (১৭ মে) বরিশালে অসহনীয় গরম বিরাজ করছে। এদিন সকাল ৯টায় বরিশালে বাতাসের আর্দ্রতা ৭৩ শতাংশ রেকর্ড করেছে আবহাওয়া অফিস।তাপমাত্রা ৩২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস হলেও বাতাসের আর্দ্রতা বেশি থাকায় এ তাপমাত্রাতেই গরম অসহনীয় অবস্থায় পৌঁছেছে বলে জানিয়েছেন স্থানীয় আবহাওয়া অফিসের পর্যবেক্ষকরা।

পাশাপাশি গেল দিন থেকে ৪৮ ঘণ্টার মৃদু তাপপ্রবাহ চলমান রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানা গেছে। এ তাপপ্রবাহে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাচ্ছে শ্রমজীবীরা। প্রখর রোদের মধ্যে কাজ করতে হচ্ছে তাদের।ভ্যানচালক তোফাজ্জেল বলেন, একটু কাজ করতে গিয়েই ঘামিয়ে যাচ্ছি।

কিছু সময় পরে খুব দুর্বল মনে হয় এবং কাজ করতে ভালো লাগছে না। বিভাগীয় স্বাস্থ্য দপ্তর বলছে, গরমের এ সময়টাতে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা হাসপাতালগুলোতে বাড়ছে। এক্ষেত্রে সবাইকে খাবার পানিসহ পানি জাতীয় সামগ্রী পানে আরও সতর্ক হওয়ার পরামর্শ চিকিৎসকদের।

সুফিয়া নামে এক নারী শ্রমিক বলেন, গরমে প্রচুর ঘাম হয় শরীরে। ফলে প্রচুর পানির চাহিদা থাকে। বোতলজাত পানি কেনার সামর্থ্য না থাকায় আশপাশের দোকানের ড্রাম থেকেই পানি খাচ্ছেন। আর পানি পানে যে পাত্রটি ব্যবহার করছেন সেটিতে তো হাজার মানুষ মুখ দিচ্ছেন, ফলে আল্লাহর ওপর ভরসা করেই পানি পান করতে হচ্ছে।

রুবি নামে আরেক নারী শ্রমিক বলেন, গরমে দিশেহারা হয়ে সঠিকভাবে কাজ করতে পারেন না। যার কারণে ঘাটতি পড়েছে রোজগারে। পোশাক আর নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যবসায়ীরা বলেন, ভ্যাপসা গরমে বাজার ও দোকানগুলোতে ক্রেতার উপস্থিতি কম। তবে গরমের কারণে ফ্যান ও এসির দোকানে ভিড় লেগেই আছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ