
নিজস্ব প্রতিবেদক // চেক প্রতারণার অভিযোগে মোঃ তুষার হোসেন শরীফ–এর বিরুদ্ধে সমন জারি করেছেন বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালত। মামলাটি করেছেন বরিশাল নগরীর রূপাতলী এলাকার বাসিন্দা মেহেদী হাসান জনি।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বাদী ও আসামি তুষার হোসেন শরীফ দীর্ঘদিনের পরিচিত ছিলেন এবং তাদের মধ্যে ব্যবসায়িক সম্পর্কও ছিল। পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে আসামি তুষার ব্যবসায়িক প্রয়োজনে বাদীর কাছ থেকে ৫ লাখ ৫০ হাজার টাকা ধার নেন।
পরবর্তীতে টাকা পরিশোধের আশ্বাস দিয়ে তিনি গত ১৩ আগস্ট ২০২৫ তারিখে সোনালী ব্যাংক, মোহাম্মদপুর কৃষি বাজার শাখা (ঢাকা) থেকে নিজ নামে দুটি চেক প্রদান করেন। কিন্তু চেক দুটি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, বরিশাল শাখায় উপস্থাপন করলে পরদিন ব্যাংক কর্তৃপক্ষ “অপর্যাপ্ত তহবিল” (Insufficient Fund) উল্লেখ করে চেক দুটি ফেরত দেয়।
এরপর বাদী ২০ আগস্ট তার আইনজীবীর মাধ্যমে আসামির ঠিকানায় লিগ্যাল নোটিশ পাঠান। কিন্তু কোনো সাড়া না পেয়ে তিনি আদালতের শরণাপন্ন হন। আদালত অভিযোগটি Negotiable Instruments Act, 1881–এর ১৩৮ ধারায় আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারির নির্দেশ দেন।
আরো জানা গেছে, আসামি তুষার হোসেন শরীফ, পিতা মোঃ রাজ্জাক শরীফ, সাং বামনীকাঠী, থানা কোতোয়ালী, জেলা বরিশাল।
বিষয়টি নিয়ে জানতে চাইলে আসামি তুষার হোসেন শরীফ“ উত্তেজিত হয়ে বলেন মামলা হইলে হইছে এতে আপনার নিউজ করা লাগবে কেন?একথা বলে মুঠোফোনে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
অন্যদিকে বাদী মেহেদী হাসান জনি বলেন,
“দীর্ঘদিনের আস্থার সম্পর্কের কারণে টাকা ধার দিয়েছিলাম। কিন্তু তিনি ইচ্ছাকৃতভাবে ফেরত না দিয়ে প্রতারণা করেছেন। এখন আমি আদালতের ন্যায়বিচারের অপেক্ষায় আছি।
বাদীপক্ষের আইনজীবী এডভোকেট আনোয়ার হোসেন (ভুলু) জানান,“আইন অনুযায়ী সব প্রক্রিয়া অনুসরণ করে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন।”