গৌরনদী প্রতিনিধি // জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম দক্ষতার সাথে সম্পাদন করায় বরিশাল জেলার মধ্যে গৌরনদীকে শ্রেষ্ঠ উপজেলা হিসেবে নির্বাচিত করা হয়েছে। মঙ্গলবার বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে সভা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে গৌরনদীকে শ্রেষ্ঠ উপজেলা হিসেবে ঘোষনা করেন এবং গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খানের হাতে সনদ তুলে দেন। এসময় জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গৌতম বাড়ৈ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান বলেন, জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সহকর্মীদের কারনেই মূলত গৌরনদী উপজেলা নিবন্ধন কার্যক্রমে জেলার মধ্যে শীর্ষে অবস্থান করছে। আমরা এ ধারা অব্যাহত রাখতে চাই। তিনি আরও বলেন, যেকোন ভাল কাজের স্বীকৃতি ঐ কাজ করার প্রতি ব্যাপক উৎসাহ যোগায়। গৌরনদীবাসীকে পরিচ্ছন্ন ও উন্নত সেবা প্রদান করে আরো সম্মানের স্থানে নিয়ে যেতে চাই।