নিজস্ব প্রতিবেদক // বরিশালের বন্দর থানাধীন ৯ নং ওয়ার্ড কর্ণকাঠিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে নিলুফা বেগম (৫৫) ও নাতি চাঁদনী আক্তার (১৪) কে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার বিকাল সাড়ে ৪ টায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ওই গ্রামের বাসিন্দা আব্দুস সালাম হাওলাদারের স্ত্রী ও রনি বেপারির মেয়ে। বর্তমানে তারা মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা মনসুর আলীর ছেলে আকবর হোসেন হেমায়েত দীর্ঘ কয়েক বছর যাবত ভুক্তভোগীর জমি জোরপূর্বক ভাবে ভোগ দখলের পায়তারা চালাচ্ছিল। এ নিয়ে একাধিকবার ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সালিশ মীমাংসা হলেও তারা কোথাও জমির না পেয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করে। এ নিয়ে উভয়ের মাঝে দ্বন্দ্ব বিরাজমান। ঘটনার দিন পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আকবর হোসেন হেমায়েত, জামাই আরিফ মৃধা ও স্ত্রী ও মেয়ে সহ অজ্ঞাত ১২/১৫ সন্ত্রাসীরা হামলা করে। এ সময় পরিবারের অন্যান্য সদস্যরা ডাক চিৎকার শুনে বাঁচাতে ছুটে আসলে তাদেরকে মারধর ও ঘর ভাঙচুর করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শেবাচিমে ভর্তি করে। এ নিয়ে সেনাবাহিনীর , পুলিশের সুদৃষ্টি ও সহায়তা কামনা করেন ভুক্তভোগী পরিবার। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা জানান।