থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে উপজেলার বাগধা ইউনিয়নের রামদেবের পাড় এলাকায় কৃষ্ণকান্ত রায়ের বাড়ির সামনের রাস্তায় মাদক কেনা-বেচার গোপন খবর পেয়ে এসআই মিল্টন মন্ডল সঙ্গিয় ফোর্স নিয়ে অভিযান চালায়।
অভিযানে শরিয়তপুর জেলার গোসাইরহাট থানার উত্তর হালপট্টি এলাকার গৌরাঙ্গ পাত্রর ছেলে মাদক ব্যবসায়ি গোকুল পাত্র (২৫), একই গ্রামের মাখন বাড়ৈর ছেলে সঞ্জয় বাড়ৈ (২৮) ও আগৈলঝাড়া থানার সরবাড়ি গ্রামের মনোরঞ্জন রায়ের ছেলে মিলন রায়কে (২৬) ৪০পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে।
এ ঘটনায় এসআই মিল্টন মন্ডল বাদী হয়ে উল্লেখিত তিন জনের বিরুদ্ধে মঙ্গলবার মামলা দায়ের করেছেন, নং-৩(৬.৯.২২)। অন্যদিকে মঙ্গলবার রাতে উপজেলার পূর্ব সুজনকাঠি গ্রামের কার্তিক বেপারীর বাড়ির ব্রীজের উপর মাদক কেনা-বেচার খবর পেয়ে এসআই নূরে আলম সিদ্দিক ওই গ্রামের আজিজুল মোল্লার ছেলে তাইমুন মোল্লাকে (২১)১শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে।
এঘটনায় এসআই নূরে আলম সিদ্দিক বাদী হয়ে তাইমুনের বিরুদ্ধে মঙ্গলবার রাতে মামলা দায়ের করেছে, নং-৪(৭.৯.২২)। পৃথক অভিযানে গ্রেফতারকৃত চার মাদক ব্যবসায়িকে বুধবার সকালে বরিশাল আদালতে প্রেরন করেছে পুলিশ।
Leave a Reply