স্টাফ রিপোর্টার // বরিশাল নগরীতে অভিযান চালিয়ে আওয়ামী লীগের দোসর মোহাম্মদ সোলায়মান হিরু ওরফে হিরু মুতাইতকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার ভোর রাতে নগরীর ধান গবেষণা রোডে অভিযান চালিয়ে নিজ বাসা থেকে হিরু মুতাইতকে গ্রেফতার করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার এসআই মোহাম্মদ শিহাব।
এসআই মোহাম্মদ শিহাব বলেন, ভোররাতে পুলিশের একটি টিম ওয়ার্ড আওয়ামী লীগের নেতা হিরুকে গ্রেফতার করেছে। হিরু থানা হেফাজতে রয়েছে। তবে কী কারণে তাকে গ্রেফতার করা হয়েছে তা ভালো বলতে পারবেন অভিযান পরিচালনাকারী অফিসার।এদিকে স্থানীয়রা জানিয়েছেন, হিরু মুতাইত স্থানীয় আওয়ামী লীগের নেতা।
তার বাবার নাম আব্দুল খালেক মুতাইত। বরিশাল নগরের ২৪নং ওয়ার্ড যুবলীগের সহসম্পাদক সে। আওয়ামী আমলে হীরুর অত্যাচার ও নির্যাতনে অতিষ্ঠ ছিলো এলাকাবাসী। এদিকে কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান জানান, আজ বুধবার দুপুরে আওয়ামী লীগ নেতা হিরুকে আদালতে প্রেরণ করা হয়েছে। হিরুর বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির পার্টি অফিস ভাংচুর ও লুটপাটেরও অভিযোগ রয়েছে বলে জানান ওসি।