মঙ্গলবার সকাল ১১টায় নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে জেলা (দক্ষিণ) ও জেলা (উত্তর) বিএনপি এবং দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপি পৃথক এই কর্মসূচি আয়োজন করে।
দলীয় কার্যালয় সামনে মহানগর বিএনপি আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সদস্য সচিব মীর জাহিদুল কবির, মহানগর যুবদলের আহবায়ক আক্তারুজ্জামান শামীম ও মহানগর ছাত্রদল সভাপতি রেজাউল করিম রনি সহ অন্যান্যরা।
অপরদিকে সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে একই সময়ে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মজিবর রহমান নান্টুর সভাপতিত্ব সমাবেশে বক্তব্য রাখেন সদস্য সচিব আক্তার হোসেন মেবুল, জেলা (উত্তর) বিএনপি আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ ও সদস্য সচিব মিজানুর রহমান মুকুলসহ অন্যান্যরা।
এর আগে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে গিয়ে জড়ো হয়।
এদিকে বিএনপির পৃথক সমাবেশকে কেন্দ্র করে সদর রোডসহ আশপাশ এলাকায় মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।
Leave a Reply