1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে বিশ্বব্যাপী সড়ক নিরাপত্তা সপ্তাহ-২০২৫ পালিত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :

বরিশালে বিশ্বব্যাপী সড়ক নিরাপত্তা সপ্তাহ-২০২৫ পালিত

  • প্রকাশিত :প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৪৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // নিরাপদ সড়ক চাই বরিশাল জেলা কমিটির আয়োজনে বিশ্বব্যাপী সড়ক নিরাপত্তা সপ্তাহ-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সচেতন মূলক লিফলেট বিতরণ, মানববন্ধন, আলোচনা সভা ও সড়ক দুর্ঘটনায় আহত পরিবারের মাঝে আর্থিক সহায়তায় প্রদান হয়।

১৪ ই মে রোজ বুধবার সন্ধা ৭ টায় নগরীর একটি কনভেনশন সেন্টারে নিরাপদ সড়ক চাই বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক রুহুল আমিন এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ বিভাগীয় পরিচালক মোঃ জিয়াউর রহমান।
বরিশাল জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক জুবায়ের ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বিএম শহীদুল ইসলাম মাখন।  সড়কের নিরাপত্তা নিশ্চিত ও শৃঙ্খলা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ ও সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার লক্ষে গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক মো: আক্তার হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার সংস্থার সহ-সভাপতি মো: মিজানুর রহমান প্রিন্স, আনন্দ টিভি বরিশাল ব্যুরো প্রধান কাজী আল-আমিন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের সার্জেন্ট মোঃ রানা মিয়া, নিসচার কার্যনির্বাহী সদস্য মো: মিজান পাইক, আইন বিষয়ক সম্পাদক এ্যাড গোলাম মর্তুজা তপু, মো: কামাল হোসেনসহ অন্যান্যরা।
এদিকে সড়ক দুর্ঘটনায় প্রতিরোধে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি চালক, যাত্রী ও পথচারীদের আইন মেনে চলার বিকল্প নেই বলে মন্তব্য করেন প্রধান অতিথি মো: জিয়াউর রহমান।
তিনি বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে বিআরটিএ এবং বিভিন্ন দপ্তর কাজ করে যাচ্ছে। এছাড়াও সড়ক বর্ধিত করন, চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা, আইনের বাস্তবায়নসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা আশা করছি আগামী দিনে দূর্ঘটনা থেকে মানুষের মৃত্যুর হার কমিয়ে আনা সম্ভব হবে।
বরিশাল জেলা কমিটির আয়োজনে বৈশ্বিক সড়ক নিরাপত্তা সপ্তাহ-২০২৫ পালন উপলক্ষে আয়োজি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিসচার সহ-সভাপতি মো: শাখাওয়াত হোসেন,দূর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক এসএম রুবেল মাহমুদ, প্রচার সম্পাদক রবীন্দ্রনাথ রবিন, মহিলা বিষয়ক সম্পাদিকা জিনাতুল নাজিফা, কার্যনির্বাহী সদস্য মো: মেহেদী হাসান দিপু, মো: নাজমুল ইসলাম, মো: রিয়াদ আহমেদ, মো: ইমরান হাসান মাইনুল, মো: আজিজুল হক, মো: শাওন হাওলাদার, মো: মিজান পাইক, মো: আবু-হানিফ, মো: মাসুম বিল্লাহ, মো: মনিরুজ্জামান, মো: মানিক ফকির, মো: লায়লা সুলতানা, এ্যাড মো: মোশাররফ হোসেন, মোসা: পারভীন সুলতানাসহ অন্যান্যরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ