1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
বরিশালে র‌্য‍াবের হাতে সাদ্দাম শাহ‍্ গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ন

বরিশালে র‌্য‍াবের হাতে সাদ্দাম শাহ‍্ গ্রেপ্তার

  • প্রকাশিত :প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৭৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশালে বিএনপি অফিসে অগ্নিসংযোগ ও হামলা ভাংচুর নাশকতা মামলায় যুবলীগের সদস্য পরিচয়দানকারী সাদ্দাম শাহকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)।

গ্রেফতারকৃত সাদ্দাম শাহ বরিশাল নগরীর ১০ নং ওয়ার্ডের ঈদগাহ মাঠ সংলগ্ন ভাটার খাল এলকার মৃতঃ হালিম শাহ্ ছেলে। উল্লেখ্য, সাদ্দাম শাহ ভাটার খাল এলাকায় চিহ্নিত মাদক ব্যাবসায়ী হিসেবে পরিচিত। তার নামে মাদক, চাঁদাবাজী ও ছিনতাই সহ বেশ কয়েকটি মামলা রয়েছে। যা এখনও আদালতে চলমান।

শুধু তাই নয় ১৮/০৯/২০২৪ তারিখ ভাটার খাল এলাকার রুস্তম আলী হাওলাদার এর স্ত্রী পারভীন বেগম ও তার পরিবারের উপর পরিকল্পিত ভাবে হামলা চালানোর ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর বরিশাল সদরের কোম্পানী কমান্ডার, কোতোয়ালি মডেল থানা ও র‌্যাব- ৮ বরাবর তাদের হাত থেকে বাচার জন্য চিহ্নিত মাদক ব্যবসায়ী সাদ্দাম শাহ সহ সন্ত্রাসী বাহিনীর নাম উল্লেখ একটি লিখিত অভিযোগ দেন।

অভিযোগ উল্লেখ করা হয়েছে, বরিশাল ১০নং ওয়ার্ড ভাটার খাল কলোনীর চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী কর্তৃক হামলার শিকার পারভীন বেগম ও তার পরিবার।

একই এলাকার সন্ত্রাসী বাহিনী, সাদ্দাম শাহ্, তারেক শাহ, সোহেল হাং (ফাডা সোহেল), জিদনী, বেবী বেগম , তানিয়া বেগম, সুমি বেগম এরা ভাটার খাল কলোনীর এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। এদের নামে বিভিন্ন থানায় একাধিক মাদক, চাঁদাবাজী, ও ছিনতাই এর মামলা রয়েছে। এদের বিরুদ্ধে পুলিশ মারধর ও পুলিশের ওয়ালেস ছিনতাইয়ের মামলাও আদালতে চলমান রয়েছে।

এরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন প্রভাবশালী মহলের ছত্র-ছায়ায় থেকে মাদক ব্যবসা ও সন্ত্রসী কার্যক্রম চালিয়ে আসছে। আমরা বিভিন্ন সময় এই মাদক ব্যবসা ও সন্ত্রসী কার্যক্রমের প্রতিবাদ করলে আমাদেরকে বিভিন্ন সময় প্রাণ নাশের হুমকি প্রদান করে।

তারই ধারাবাহিকতায় ১৮/০৯/২০২৪ তারিখ উল্লিখিত সন্ত্রাসীরা দা, চাপাতি, রামদা, লাঠিসোটা ও দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে আমার বাসায় অর্তকিত ভাবে হামলা চালিয়ে আমাকে ও, আমার স্বামী, পুত্র, পুত্রের স্ত্রী, কন্যাদের গুরুত্বর আহত করে। সাদ্দাম ও তারেক আমার ঘরে ঢুকে আমার পুত্র বধুর সম্মানহানির চেষ্টা করে এবং তার গলায় থাকা ১২ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়।

আমরা বাধা দিলে আমার স্বামীকে মারধর করে এবং তার শ্বাস রোধ করিয়া মারিয়া ফেলার চেষ্টা করলে আমরা ডাক চিৎকার দিলে আশেপাশের লোকজন ঘটনাস্হলে ছুটে আসলে সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

পরে আমাদের প্রাণে মারিয়া ফেলিবে বলে হুমকি দিলে আমার বিচারের দাবিতে আইনের সহযোগিতা নেই। মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের তান্ডবের কারণে পুরো এলাকার মানুষ অত্যাচারে অতিষ্ট ও আতঙ্কিত। তবে সাদ্দাম শাহর গ্রেফতার হওয়ার খবর শুনে মুখ খুলতে শুরু করেছে অনেকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ