এম.আর.প্রিন্স // সোনালী ব্যাংক পিএলসি’র বরিশাল ও ফরিদপুর বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে জেনারেল ম্যানেজার’স (জিএম) অফিস বরিশাল ও জিএম অফিস ফরিদপুরের আওতাধীন প্রিন্সিপাল অফিস ও কর্পোরেট শাখা প্রধান এবং প্রিন্সিপাল অফিসসমূহের আওতাধীন সকল শাখা ম্যানেজার অংশগ্রহণ করেন। ২২ মার্চ, শনিবার বিসিসি বরিশালস্থ বরিশাল ক্লাবে জেনারেল ম্যানেজার’স ( জিএম ) অফিস বরিশাল ও ফরিদপুর আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান। জিএম অফিস বরিশালের জিএম গোপাল চন্দ্র গোলদারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আবু সাঈদ ও জিএম অফিস ফরিদপুরের জিএম জাহিদুল ইসলাম মোল্যা। আলোচনায় ব্যাংকের বর্তমান অবস্থা অবহিত করণ, ঋণ ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, ভবিষ্যৎ করণীয় সহ সার্বিক বিষয়ে উপস্থাপন করা হয় ।