নিজস্ব প্রতিবেদক // বরিশাল নগরীর নথুল্লাবাদ থেকে হেরোইনসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (১০ আগস্ট) সকাল ৬টার দিকে বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানাধীন ওই এলাকা থেকে তাদের আটক করা হয়।
বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নথুল্লাবাদ বাসস্ট্যান্ড মেজবান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে দুইজনকে ১০০ গ্রাম হেরোইনসহ আটক করি।
আটকরা হলেন, পটুয়াখালীর নবাবপাড়া এলাকার মনু তালুকদারের ছেলে হিরা তালুকদার (৪০) এবং একই এলাকার আলতাফ হোসেনের ছেলে জাহিদ হোসেন (৪৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আটকদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
হেরোইন উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা করেছেন উপ-পরিদর্শক ইশতিহাক আহমেদ।
Leave a Reply