নিজস্ব প্রতিবেদক // দেশের অন্যান্য সিটি কর্পোরেশন এলাকার মতো বরিশাল নগরীতেও ৫ বছর থেকে ১১ বছর বয়সের শিশুদের করোনা প্রতিরোধক টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের ১২ নম্বর তিলক কলাডেমা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শিশুদের টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।
এর আগে থেকেই ওই কেন্দ্রে শিশুদের নিয়ে ভীড় করেন তাদের অভিভাবকররা। কার্যক্রম শুরুর পর সু-শৃঙ্খলভাবে শিশুদের টিকা দেয়া হয়। করোনার টিকা গ্রহন করতে পেরে খুশি শিশুরা। প্রথমে কিছুটা ভয় পেলেও টিকা গ্রহনের পর তেমন কোন ব্যাথা অনুভব করেনি তারা। করোনা সুরক্ষায় সকল শিশুকে টিকা গ্রহনের আহ্বান জানায় তারা।
সিটি মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, সিটি করপোরেশন এলাকার শিশুদের টিকা দেয়ার দায়িত্ব নগর ভবনের। বরিশাল নগরীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন ও মাদ্রাসাসহ মোট আড়াই শ’ শিক্ষা প্রতিষ্ঠানের ২০ হাজার ৫শ’ ১৮ জন শিক্ষার্থীকে করোনা টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
প্রথম দিন ৪টি ওয়ার্ডের (২৭, ২৮, ২৯ ও ৩০ নম্বর) ১১টি স্কুল কেন্দ্রে টিকা প্রদান কার্যক্রম চলে। আগামী ১৫ দিনের মধ্যে পর্যায়ক্রমে সকল শিশুকে টিকা দেয়া হবে বলে জানিয়েছেন মেয়র সাদিক আবদুল্লাহ।
Leave a Reply