খোকন হাওলাদার, গৌরনদী(বরিশাল)প্রতিনিধি // বরিশাল জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদ। বুধবার (১০ আগস্ট) এই কমিটির অনুমোদন দেয়া হয়।
পদাধিকার বলে জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার জেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটির সভাপতি হয়েছেন। কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন ক্রীড়া সংগঠক বরিশালের সোনালী অতীত ক্লাবের সভাপতি ব্যবসায়ী মঞ্জুরুল আহসান ফেরদৌস।
এছাড়া জেলা পুলিশ সুপার, বিএমপি’র উপ-কমিশনার (সদর), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জেলা ক্রীড়া কর্মকর্তা এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হোসেন চৌধুরী আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম পরিচালনার জন্য জাতীয় ক্রীড়া পরিষদ এই কমিটি অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন বরিশাল জেলা ক্রীড়া সংস্থার অফিস সহকারী মো. মাইনুল ইসলাম।
এর আগে, ২০১৮ সালের ৩১ ডিসেম্বর জেলা ক্রীড়া সংস্থার তৎকালীন সদস্য সচিব মো. নুরুল ইসলাম নুরু ইন্তেকাল করলে জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রমে আসে ধীর গতি। বয়স ভিত্তিক বিভিন্ন ইভেন্টের খেলা বন্ধ হয়ে যায়। ঝিমিয়ে পড়ে বরিশাল ক্রীড়াঙ্গন। এ অবস্থায় সাড়ে ৩ বছর পর নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দিল জাতীয় ক্রীড়া পরিষদ।
Leave a Reply